শায়েখের নসীহত

 দুনিয়াতে আয় করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। শায়েখ বলেন, টাকার জন্য টাকা নয় বরং বাঁচার জন্য টাকা। সুতরাং দুনিয়াতে বাঁচার জন্য যে টাকাটা লাগবে সেটা উপার্জন হয়ে গেলেই আলহামদুলিল্লাহ। 

 বর্তমান পরিস্থিতিতে মসজিদে মসজিদে যেভাবে তারাবি নামাজ পড়া হয় ( ছোট ছোট সুরা তেলাওয়াত,  আর তাড়া তাড়ি  রুকু-সাজদা করে যে নামাজ পড়া হয়. যার সময় কখনো 20 রাকাত 17 মিনিট আবার কখনো 15 মিনিট।) তার প্রেক্ষিতে শায়েখ বলেন-  এরা যেভাবে তারাবির নামাজ  পড়ে, যদি ওই ভাবে ওরা পোলাও-বিরানিও  খাই তাও মজা পাবে না। (সংকলনে-হাফেজ রেজাউল করিম রাজু)।

 দ্বীনের দাওয়াত হলো নিজে দ্বীনের উপর টিকে থাকা।

 যদি কেউ মনে করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলম অর্জন করে থেমে যাবে তাহলে সে যেনো এখনই থেমে যায় কারণ ইলম অর্জন মৃত্যু পর্যন্ত করতে হবে মাঝপথে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।

 দুনিয়া বড় জটিল জায়গা। দুনিয়াতে ছোটদের আব্দার সবাই শোনে এবং পূরণ করার চেষ্টা করে কিন্তু বয়োজৌষ্ঠদের আব্দার কেউ শুনতে চায় না।
 উত্তম সঙ্গ একাকিত্বের থেকে ভালো আর খারাপ সঙ্গের থেকে একাকিত্ব ভালো।
 যার ভিতরে কৃতজ্ঞতা বোধ নেই সে কখনো আনুগত্য করবে না।
 নামাজের মধ্যে খুসু-খুজু আনতে হলে দুনিয়াকে তুচ্ছজ্ঞান করতে হবে।

1 comment:

  1. الحمد لله لم أسمع مثل هذه الكلمات الجميلة من قبل.

    ReplyDelete

দ্বীনের দাওয়াত হলো নিজে দ্বীনের উপর টিকে থাকা।